পরিস্থিতির বাতাস থেকে এসে
কথারা কবির হৃদয় চেটে চেটে
বসে ভাবনার পাতায়, ক্রমে, মেশে;
বেমানানগুলি কবি দেয় ছেঁটে।
অবিরাম কথার স্রোত প্রবাহে
ধারালো কথায় আঁচড়ে যায়
অন্তরের দেয়াল, তবু আনন্দে গাহে;
রক্তাশ্রুকেই কবি পথ রুপে চায়।
আয়ুগুলো খাবলা মেরে করে
আলোদায়ী মশালের রসদ,
মোহগ্রস্ত, চলাতেই ঝিমুনি-সুখ ঝরে,
পার্থিব লেনদেন থেকে নির্বোধ।