আগামীর দিনে কার হাতে র'বে,
ধরা, শিশুদের তরে?
কেমন থাকবে বসবাসকারী
সেদিনের গড়া ঘরে?
যে আদল চোখে দেখছি আজকে
ভরসা তো আসছে না,
বাড়ির পাশের মানুষজনকে
লাগে ভীষণ অচেনা।
মুখ চেনা তবু ভরসায় ফাঁক
গড়েছে দিদি ও দাদা,
রাজনীতি এর নাম, যাতে তারা
শুখা পথ করে কাদা।
নিজের চেয়ারে মজবুতি দিতে
মৃতকে বানায় ঢাল,
আর সেই ঢাল গড়ার জন্য
চায় গরীবের ছাল।
লাশের স্তুপের শিখরে মিলবে
নিশ্চিত নিরাপত্তা,
এই ভেবে তারা হননে মত্ত
সকল সুবোধ সত্ত্বা।
পিছল পথটা কিভাবে শিশুরা
পেড়োবে স্বাধীনভাবে?
বাঁচাতে তাদের কে ধরবে হাত,
এ অভাব কে ঘোচাবে?