কতকাল গেছে তবু আজো পথখানে
কত অস্ফুট কথা পশে দুই কানে,
যে পথে মাসেক তিন হয়েছিল হাঁটা,
সহসা সে গাছখানা হয়েছিল ছাঁটা।
বাইরে বিরোধ ছিল, তাই সে ভেতরে
নিজের মতন করে বাসা দিল গড়ে।
উপরে হাজার লোক স্বাভাবিক চলে,
বোঝে না তাদের কেউ, কি আছে সে তলে?
দিন যায় মাস যায়, যায় বৎসর;
বেড়ে চলে সে প্রাসাদ রাত থেকে ভোর।
কি জমাট শক্তি রয় ভালবাসাটায়!
আলোতে হারায় যে সে আঁধারে মিলায়।
মরণেও মরে না, সে সদা জেগে রয়,
হীরের অধিক সে, অমর ও অক্ষয়।