এটা করব সেটা করব
প্রতিশ্রুতিই সার,
ভোট ফুরুলে গুটায় সব
যায় না দেখা আর।
যায় বদলে চলার গতি,
মুখের ব্যাকরণ,
চড়ের ঘায়ে বাঘ মেরেছে
যেন এ গুণীজন!
সাপের খোপে ব্যাঙের গর্তে,
লুকায় সশরীরে,
ভোটের আগে দাঁত কেলিয়ে
আবার আসে ফিরে।
'লজ্জা শরম পোড়াও আগে
কাটো নিজের দু'কান,
সুন্দরতম হবে তোমার
রাজনীতির সোপান।'
একালের বহু কেষ্ট বিষ্টু
অনেকে এসব করে,
সাতপুরুষের সুখ-নিদ্রা
সহজেই গেছে গড়ে।