মুখ পরিচিতি করাতে ব্যাস্ত
দাদা দিদি নেতাগণ,
ক'দিন বাদেই আসতে চলেছে
ভোটরূপী 'মহারণ'।
শিক্ষার চোখ অন্ধ হলেও
'বুলিতে' বিলেত পাশ,
কথার কায়দা গাঁথতে মাহীর
'কথা' তার চাষবাস।
ভরাডুবি ফের টেনে তোলবার
হাজার ফন্দী ঠাঁসা,
মাথাগুলি যদি নাই আসে কাজে
তবে কেন হেথা আসা?
শীতঘুম থেকে উঠে এসে জোটে
রাস্তায়, চা'র দোকানে,
যাদুর ছোঁয়ায় কোন মায়াজাল
বুনে ভোটারের কানে।
কোথাও ফুলের পরশ বিছানো
কোথাও লোভের চারা,
বেয়াদব যারা দমাতে তাদের
খুনি করা হয় ভাড়া।
এ মজলিশের 'অভিধানে' সব
'অনাচার' গেছে কাটা,
মোটের উপর দখলদারিটা
পেতে চেয়ে পথ হাটা।
ক'টা দিন শুধু খাটো, বাকিদিন
রক্ত চোষার পালা,
কি আরাম ভাই এ ব্যবসাতে
ক'টা দিন শুধু জ্বালা!
"উন্নয়নকে মাঠে ফেলে আয়
খুঁজ বিরোধীর ভুল
হোক ছোট তবু, মিটিঙে মিছিলে
বাধাঁব হুলুস্থুল।
অস্থির যত হবে চারপাশ
তত জমে যাবে ক্ষীর,
ক'টা দিন খেটে দে রে, তারপর
শীতঘুমে যাবি ফির।"