ভোর থেকে রাত আসে
ক্ষয়ে চলে বেলা,
স্নেহের পরশহীন
কাটছে একেলা।
বোঝা লাগে বেঁচে থাকা
হীন চারিদিক,
চালিকাশক্তি তবু
আসে না ক্ষানিক।
বাবা গেছে, মা'ও গেছে
কোল কোথা পাই?
ফস্কিয়ে প্রেম গেছে
বাঁকা ইশারায়।
মরে যাওয়া মহা পাপ
তাই বেঁচে থাকা,
শূণ্য কলসটাকে
বৃথা ঢেকে রাখা।
ইটগুলি রাত দিন
শুধু হয় খাড়া,
বাঁধা কি অটুট হয়
মশলাটা ছাড়া?
'দেয়া'-গুলি ডুবে যায়
অতল সাগরে,
দিতে যা পারিনি সেটা
অধিক গোচরে,
আয়নার মত যদি
অহরহ ভাসে
বলতে পারেন কেউ
কি করে সে হাসে?