কবিতার নামে নানা ধূলোবালি মাখি
কাব্য আঁকতে গিয়ে কাটাকুটি আঁকি,
ঘটনার রেলগাড়ি দূর দিয়ে ছোটে
আকুল হৃদয়ে শুধু নাভিশ্বাস ওঠে
দিন রাত পার হয় ফের দিন আসে
বিফল কৃষক আমি কবিতার চাষে।
বলতে না পাড়া কথা বেদনা জাগায়
গাছের গোড়ায় আমি কবিতা আগায়।