লাইনের শেষে দাঁড়াতে রাজি
বিতরণ ন্যায় হলে,
নইলে খাবলে নেবার জন্য
সামনে আসব চলে।
ন্যায় অন্যায় ভুলে যাব সব
তোমাদের দেখে দেখে,
কাঁচা আর নয়, তোমাদের দেখে
আমিও যাব হে পেকে।
গদিতে বসার আগে যে মানুষ
পরে একেবারে অন্য,
ভদ্রের বেশ খুলে গেল, দেখি
ভেতরটা তো বন্য!
সাধু থেকে যদি তুমি হও চোর
আমি হব' বাটপাড়,
তোমার নিয়মে তুমি চল দিদি,
শুধু দোষ ভাইটার?