আলগা কর হে হৃদ-অঞ্চল
জমাট যা আজ শক্ত,
কোনে কোনে তার প্রেম বারি যাক
পাক সরসের রক্ত।
তোমাতে রয়েছে সকল কালের
সকল জ্ঞানের সার,
অন্তরে খুঁজো নিজেকে বন্ধু
কমে যাবে হাহাকার।
যে বিষ-কথার স্ফুরণে পাচ্ছ
আরাম কিছুটা পল,
প্রেম-ছাঁকনীতে ছেঁকে দেখ ভাই
হবে তা মধুর ফল।
হানছ, ছিঁড়ছ যাদের তারাও
এক বৃক্ষের মূল;
সমবেত হলে যা হয় রাস্তা,
বিভেদে তা শুধু ধূল।
যেসব কথারা জ্বালায় পোড়ায়
ভেতর বাহির সব,
প্রেমের বাণীতে সংগীত হয়
আদতে যা কলরব।
বাইরের চেয়ে বেশী বলশালী
ভেতরের বিষ-খনি,
সেখানে প্রেমের বীজ ছড়ালেই
গরল সৃজিবে মণি।