গোপিকা মাহান্ত
ভরপেট না হলে, সে
হয় নাকো ক্ষান্ত।
@
আগে কে তা জানতো?
বলা নেই, কওয়া নেই
বললে, “ডেকে আনতো।
@
মোটামুটি শান্ত
ছিল যে শ্রাদ্ধ ভোজ
সে বাবাকে মানত?”
@
গোপিকা মাহান্ত
বলির রাতে শুধু
পাঁঠার পা টানত।
@
“বন্ধ করো গান তো
বলো ডেকে বুঝিয়ে,
‘দাদা, বাড়ি যান তো।”
@
“দেনা দুটো পান্‌তো
এইবারে উঠব,
ঐ আমার জান তো।”
@
ছেলেরা তো ক্লান্ত,
মা বলে, “পেন্নাম হই
এবার সামলান তো।
@
চলে যাবে প্রান তো,
এ বয়সেও এত খান!
পথ যে হবে ভ্রান্ত।”
@
শুনে গরম কান তো।
পরম পেটুক যারা
এ দেখলে কান্‌তো।
@
ঘেমে সব স্নান তো
ঘিরে তাকে বহু লোক
এ প্রান্ত ও প্রান্ত।
@
সে গোপিকা মাহান্ত
যার একার খাবারে
খাবে প্রায় বারোজন তো।