আমার ইচ্ছাগুলো না হয় কবরেই থাক
তোমার তুমিই হোক পূর্ণ,
আমার সত্ত্বাগুলি কাঁটাতারে হোক বাঁধা
তোমার তুমিকে কোরো না চূর্ণ।
আধার অপছন্দ তোমার, তাই আমি মোমবাতি
হয়ে যেতে পারলে বেঁচে যাই,
কিমবা ধুনোর ভরাট করা ধোঁয়া
হয়ে মিলাতে চাই শুন্যে, আচমকাই।
মুক্তো যাতে ধরাতে না পরে চোখের
সার্টিফিকেট বানাতে লোক সমাজে,
বিনা দ্বিধায় বোলো যারা আসেপাশেঃ
লোকটা ছিল সত্যি সত্যি বাজে।
ওপারে গিয়ে এ দেবে সুখ বেশি,
এ ভাবনা খুব আজকাল বেশি আসে,
জানি, খুব বেশি অসুবিধা হবে না, মোটের উপর,
চেপে লাভ কি অচল, স্থানু বাসে?