কিলবিলানো সাপগুলি দেহে বসে
অবিরত প্রানরসগুলিকে শোষে
তাদের থেকে বাঁচতে মরিয়া চেষ্টা
করেও তো দেখলাম অবশেষ টা
মোটের উপর কি লাভটা হল
আজ থেকে কি, যখন ছিলাম ষোলো।
এখন তো তার দ্বিগুনের বেশি
এখনো সে হয়ে আছে মেলামেশি
কত কি হবার ছিল, হয়নি তেমন
বয়স ঝুলেছে , দিন গিয়েছে যেমন
সে পথে পা যায় দিনে কিছু বার
অবকাশ দেয় কিছু কথা ভাববার
খারাপের চেয়ে ভালটাই বেশী লাগে
পিছে আমি, তুমি চলেছ যে পথে আগে
আসেপাশে তার অনেকটা বদলেছে
সিনেমা নেই, সেসব দোকান ও উঠেছে
খোলামেলা নেই আজ আগের মত
ক্ষুদ্র হয়েছে, পাঁচিল উঠেছে যত,
মাথা উঁচু গাছপালারা সাক্ষী আজও
পাতার শিরায় এখনো যে তুমি বাজো
হাটাহাটি বুঝি এই হল আজকাল
জানান দেই লহমায় স্মৃতি জাল
নিজের দিকে তাকিয়ে যখন দেখি
দেড় যুগ কেটে গেছে, বুঝি নি, সে কি?