কোন্‌ দেশের ছেলে মেয়েরা করতে চায় না খেলা?
বাড়িতে বরং রান্না করে, চায় না যেতে মেলা
মায়েরা সিরিয়াল ছেড়ে পড়ে পাঠ্য বই
ঠাকুমারা স্কুলের মাঠে খুব করে হৈ চৈ
তাদের বাবা খেলে শুধু নিয়ে খেলনা গাড়ি?
মাছ কেন প্রতি সোমবার রঙ করে যায় বাড়ি
প্রতি মাসে মিছিল কেন করে  দোকানদারে?
ছাত্ররা কেন স্কুলে গেলে স্যারকে ধরে মারে?
পাখি কেন মালিককে তার ভরে বাঘের খাঁচায়?
বাঁদর কেন কুকুর ধরে স্কুলের সামনে নাচায়?


পাদটীকাঃ এটি আমার দ্বারা লেখা কবিতা নয়। এটি এক পঞ্চম শ্রেণীতে পাঠরত ছাত্রীর (ঐশ্বর্য হালদার) লেখা। আমি শুধু বানানগুলি একটু ঠিকঠাক করে দিয়েছি মাত্র। ভাল লাগলে একটু অনুপ্রেরনা দেবেন।