না জানি কতই আছে শীতের পোশাকের নাম?
দোকানে গিয়ে জানতে পারো তাদের নিজের নিজের দাম
শীতের পোশাক হয় কত যে রঙ দিয়ে রঙ্গিন
শীতের হাওয়া বয় কখনও পূর্ব অথবা দখিন
কাঁপুনি দিয়ে শীত পরলে সবার করে ভয়
শীতের পোশাকের এই সময়ই ভীষণ দরকার হয়
সব মিলিয়ে মোট দরকার হয়ঃ টুপি, চাদর, মোজা, সোয়েটারের
শীতের সময় কার বেশি লাভঃ মুচি না দোকানদারের?
কেউবা কিনে কাল রঙের, কেউবা রঙ আকাশী,
বলছে এবার চাদর কিনবে ভিমের টুনটুনি মাসী।


                                             -ঐশ্বর্য হালদার
                                            ২২।০২।২০১৫
                                              ১০।০৮ a.m.