যে যার পথে চলে যায় নিজ মতো
তোয়াক্কা তো কেউ কারো করে না,
বেমানান মত কেন পরে আছি আমি?
যদিও আমার পথে ফুল ঝরে না।
আজ কাল করে বছর উনিশ গেল,
কম নয় গড়ে নিতে কোনো জীবন।
তবু সুখ কেন এ থেমে থাকাতে
কার লাগি কবে করে রাখেছি পণ!
সিঁড়ি হয়ে যদি আমি থাকি তাহলে
তুমি সহজে উঠবে উপর পানে,
আর ভাল আর সুখেই থাকো তুমি
নীরব ভাষায় বলে যাব মোর গানে।
পরিপাটি করে সবকিছু বাঁচো তুমি
জেনে বুঝে ভাল থেকে যাব চিরদিন
কাছে গিয়ে ভাঁজ ফেলব না ও কপালে
পারলে তোমায় দিয়ে যাব রঙিন।
আমার চাওয়ার কি মুল্য দেবে কেউ?
যত ভাবি না নিজ মত ভাল করার,
শুধু একটু দেখা হলে কথা হলে
সে হত বৃষ্টি-স্রোত আমার খরার।