আশেপাশে অনেক নলকূপ-
পরিষ্কার পেয় জল বেরোয় তা থেকে
সার্থক তাদের নলকূপ বসানো।
আমি ওমনি জলের তৃষিত লোক
বসিয়েছি একটি নলকূপও-
আমারই মধ্যে,
ভাঙাচোরা – বেশ কিছুদিন,
তবে-
এখনো নোংরা জলই বেরোচ্ছে,
তৃপ্তিকর নয় সেটি আমার কাছে
জানিনা কবে বেরোবে
আমার তৃষ্ণার জল,
পান করব, ভেজাব প্রতিটি রন্ধ্রকে
নবজন্ম থেকে তৃপ্তিকর মৃত্যু পর্যন্ত
সেই জলে ভিজে ভিজেই জীবন দেখব
চলব পুণ্যাত্মার মত,
টোল-পরা অতীতটাকে পিটিয়ে পিটিয়ে
কাজ চলা গোছের করে নেব
সবকিছুর সাথে সমান্তরাল।
কবে যে বলতে পারব বলার কথাগুলি!