তুমি  তো আর পরিপাটি বিছানা নও
এখন তো এসে একটু আমার হও
দেহের যে বিষে তুমি বিষাক্ত হতে
সে তো বহু ক্ষয়ে গেছে প্রয়োজন-স্রোতে
অনেক খেলাই তো হয়েছে সে পরিপাট্যের উপরে
তার ফলাফলও দেখি আশেপাশে ঘোরে
জমাট রক্ত জঠরে ছিল বসে
যথা সময়ে পৃথিবীতে এল খসে
এক নয়, গাছে ডালপালা হল দুই
আমিও এখন দুই  ডাল নিয়ে শুই
তোমার নেমন্ত্রনের মতই তারা এল
নরম আশ্রয় খুঁজে এখানে পেল
ভারী হয়ে গেছ তুমি, ভারী আমিও,
চলাচল পথে একটু খানি থামিও
কত তো পথঃ চোখ পথ, নাক পথ, কান পথ
স্পর্শ পথ, যেকোন একটি পথে আসতে এত অমত
স্পর্শ পথ সবচেয়ে দূরে থাক
চোখ পথই না হয় একটু শান্তি পাক
দাড়াও এসে কোন ভাবে কোনদিন,
আমার কাছে বেড়েছে যে বহু ঋণ
কিছুটা না হয় শোধ হোক আজকাল
জমবে জমুক আবার কয়েক শাল।
বসন্ত গেছে তিরিশেরও বেশি বার
রুখত তাকে সাধ্য ছিল কার?
থামবে না সে গতি কারো ইশারায়
জাগ্রত মানব এভাবেই ছাপ হারায়
আমিও যাব এমনই কোন ভাবে
একই ভাবে তুমিও তো সেই যাবে  
তার আগে যদি পিপাসা খানিক মেটে
একটু জল যদি পাই বহুক্ষন খেটে।