=“কে ?
কাকে?
কোথায়?”
-“দিপু রায়
তোর দাদাকে
পুকুরের পাঁকে?”
=“কোথাকার পুকুরে?”
-“ঘাট থেকে কিছু দূরে,
পোড়ো বাড়িটার পিছনে,
কাজ সেরেছে খুব গোপনে”
=”চল,আসছি বড়দাকে নিয়ে,
দেখা যাক  না কি করা যায় গিয়ে”
-“থানা পরে , আগে পিটাব ও শালাকে
ভোটে নামাতে ওই মেরেছিল মালাকে।“
আগে ও পরে ভোটে, নারকীয় ফুল ফোটে।


* এই ছন্দ রীতিতে এটিই প্রথম লেখা। প্লিজ মতামত জানাবেন। ভাল লাগলে বলবেন না, তবে খারাপ লাগলে বলে দেবেন, তাহলে শুধরানো যাবে।