ভোট তো নয়, যেন ঢোল বাজাবাজির খেলা,
যে যার মত বাজিয়ে চলে  নেতারা থেকে চ্যালা।
লালের দলের দুর্নামটা টানবে কষে নীল যারা
নীলের গুপ্ত দিকের দলিল আসবে সামনে সারা।
মাঝখানেতে সবুজ হলুদ, আরও অনেক আছে
সুযোগ বুঝে ঘেঁসে যেতে চায় এর বা ওর কাছে।
নিজের মুখটা ফর্সা রাখতে অন্য দলকে কালি ছোঁড়া
বিরোধীরা সব আস্ত গাধা, নিজেরটা আরবি ঘোড়া।
এমন কথায় কান পচে যায়, সতসব ফালতু কথা
সবাই জানি, তবু চুপ করে থাকাই বাস্তবতা ।
রহিমের দোকান শ্যাম যায় না, যেহেতু রঙ ভিন্ন
হায় রে রাজনীতি, এমনই কঠিন তোর চিহ্ন!
পাড়ায় পাড়ায় মিটিং, ভাষণ আর কাদা ছোঁড়াছুঁড়ি
ভাষণ তো নয়, ভোটের আড়ালে ক্ষমতার সুরসুরি।
কখনো স্পষ্ট করে বলা হয়, কখনো বা ঢেকে চেপে
স্পষ্টভাবে বললে যে বিরোধীরা যাবে ক্ষেপে।
‘দেখে নেওয়া নেওয়ি’ কথা চলে আড়ালে আবডালে
উভয়ই গোপনে প্রস্তুত হয় নিজের নিজের চালে।
ভোট তো নয়, যেন আয়োজন দক্ষযজ্ঞ রীতিমত
ক্ষমতা পাবার নেশায় তারা কি সাংঘাতিক রত!
সারাটাবছর শীত ঘুমে থেকে বেরবার এই সময়
নিজের মুখটা নজরে আনতে গাঁয়ে গাঁয়ে যেতে হয়
কাজের বেলায় অষ্টরম্ভা, টিকি যায় না দেখা
যেন আমরা কিছু বুঝি না, তোমাদের মত ন্যাকা!