অণু পরমাণু কখন বিদ্রোহ করে ওঠে
জীবনের ঘোড়া কখন মৃত্যুপথে ছোটে
আমি বুঝি,
কখন আপনও হয়ে যায় পর
ফাগুনের বাতাসেও পোড়ে ঘর
জানি সোজাসুজি।
ছাদের চেয়েও আরামদায়ক পাতার ছায়া
হিম শীতল হয়ে জুরায় তিতিবিরক্ত কায়া
ও মনের গলিঘুঁজি,
ক্ষয়ের আশীর্বাদ করো সবাই
মনে প্রানে, এসবই চাই,
কি আশায় ছিনাতে চাই রুজি?