ছোঁয়ার থেকে এক চুল দূরে হাত
স্থির থাকে, সর্বদা দিন রাত,
ফুলের সুবাস আসতে এসে দাঁড়িয়ে থমকে
ছোঁয়ার বাইরে এসে দেখি চমকে
ধোঁয়াশায় মোড়া দিক্বিদিক, কুহেলি ভরা,
জল সরিয়ে জেগে উঠেছে চরা
বহু বছর ডুবে থেকে জলে,
বন্ধ থাকার পরে উঠল চলে
কল কবজায় মরিচার জং,
আসেপাশেরা দাঁড়িয়ে দেখায় ঢং-
আদিখ্যেতা ভরা ভালোবাসা।
আমি কি রোদ-পোড়া, চাষা?
সবই বুঝি, দোরে এসেছি ভিক্ষার পাত্র হাতে
স্বেচ্ছায়, তাই বুঝি ছাই দিচ্ছ পাতে?
আর না, এসেো না, তোমার অতিরিক্তগুলি দিতে;
বরং আলগা করি জীবন ধরে রাখা ফিতে,
গভীর খাতে ডুবে থাক সমস্তগুলি
আমার সবকিছুকে ভুলি
যারা দাঁড়িয়ে মাঝখানে,
সর্দি-লাগানো স্নানে
কি আরাম!, কি সুখ!
পেয়ে ভরাট শুষ্ক-মুখ।
এটুকুই হোক পাওয়া চরম
মুখ লুকাতে দাও, আমি বেশরম।


Raghunathganj, MSD.
Dated : 21st April, 2014