“IF যদি, IS হয়, BUT কিন্তু, HOW তবে কত?”
SIR মশায় চেঁচান “তোর লাভ কি শুনে অত?”
“শ্রদ্ধা কেন RESPECT পায়, ভয়টা শুধু FEAR
জানেন না তো কিছুই, বলবেন আপনি কি আর?
WHY কেন DRIVE চালায় ROAD রাস্তার উপর
DANCER কেন নর্তকী হয় THIEF কেন হয় চোর?
WITH-এর সাথে MARRY-র বিয়ে RULE নিয়মটা ঠিক?
FORGET-টা ভুললে পরে, লাথি কেন খায় KICK?
BREAK ভেঙে দিলে কেন BUILD এসে তা গড়ে?
WHEN যখন STOP-টি থামায় STORM উঠলে ঝড়ে
এসব কথার কোন জবাব আছে কি ঐ ঘটে?
তাই আপনার ক্ষ্যাপা নাম, এ গাঁয় ও গাঁয় রটে।“
FOREHEAD-টা কপালে তুলে RUSH ধায়লেন তিনি,
“জানি রে ছোঁরা জানি, একই SUGAR এবং চিনি।“
“ICE কেমনে গড়ে? WATER থেকে, না পানি?
FIVE-এ আমি পড়লেও KNOW-টা ভাল জানি,
দিনকে কেন DAY বলে সব, আর NIGHT-কে রাত?
RICE এবং ভাতের সাথে বলুন কি তফাত?
LOCK তালাটি একাই ঝোলে, চাবি তাতে ঝোলে KEY?
ছেলের বেলায় HE কেন হয়, মেয়ের বেলায় SHE ?
কোন পাঠশালে পড়া আপনি COLLEGE না SCHOOL?
জানি, বললে হবেই হবে সব উত্তর ভুল।“
“দাঁড়া, খচ্চর ছেলে তুই, দাঁড়া বলছি থাম
বলব তোর বাপকে, তোর বাপ না নিধিরাম?”
হাফ প্যান্ট-পরা বিচ্চু ছেলে মারল ছুটে দৌড়
ছুটতে গিয়ে থামল বুড়ো, জোর নেই দৌড়ানোর।