আমি তো সূর্য হতে চাই
কিন্তু আমাকে আলো দেবে কে?
আমি তো নদী হতে চাই
কিন্তু আমাকে স্রোত দেবে কে?
আমি তো ভাল জমি হতে চাই
কিন্তু আমাকে উর্বরতা দেবে কে?
আমি তো উদার আকাশ হতে চাই
কিন্তু আমাকে অত নীল দেবে কে?
আমি তো এক ভাল মানুষ হতে চাই
কিন্তু আমাকে অত ত্যাগ দেবে কে?
আমি তো সুন্দর পৃথিবী হতে চাই
কিন্তু আমাকে অত শান্তি দেবে কে?
আমি তো নরম হাসি হাসতে চাই
কিন্তু আমার মুখে খাবার যোগাবে কে?
আমি তো নিষ্কলঙ্ক মহাকাল হতে চাই
কিন্তু আমাদের যুদ্ধ ভোলাবে কে?
এত কিছু ধার করে আমি নামী হতে চাই
আমার এ ধৃষ্টতা সহ্য করবে কে?
“হে মানব, তুমি মহামানব হবে
যেদিন অন্তরের ডাকে তুমি সাড়া দেবে।“