এ কোন রাজনীতি ?
এ কোন নীতিটিতি নয়;
এর আড়ালে কাজ  করে চলে
রক্তের উষ্ণতা, অস্ত্র, অর্থ
আর-
অসৎ হাতের কলম।
ভোট শেষ,
গণনা এখনো বাকি;
অথচ-
ক্ষমতা যাবার আশঙ্কায়
মরতে মরতে আরও একটা কামড় বসানোর
মরীয়াপনা।
রাতের আঁধারে-
ছোট বড়, চেনা অচেনা ছায়ামূর্তি
জমাট হয়।
বড় আঁধার হয়ে
ঢুকে পরে
অলিতে গলিতে,
তারপর ক্লান্ত শহরে
স্তব্ধতা ভাঙে।।।
বাড়ি ঘর থেকে শোনা যায়
গরু পেটানোর মত গোঙানি;
গর্জে উঠে বন্দুক
থেকে থেকে...
“বাঁচাও বাঁচাও”
কোনো আওয়াজ শেষ হয়
কোনো আওয়াজ শেষ হতে পায় না,
রাতের আলো আঁধারি রাস্তা
ভারী হয়ে উঠে ,
রাত ছুটতে থাকে ভোরের দিকে।
দিনের আলো ফোটে
ভাঙাচোরা, লাশ প্রায়-
শিশু-বৃদ্ধ-যুবক ক্ষতবিক্ষত শায়িত,
অতর্কিত হামলার ফসল চোখের সামনে,
সব মিলিয়ে দু চার হাত
নড়াচড়া করে করে---
অনেকে বাঁচিয়ে গেছে চিকিৎসার খরচ,
অনেকে-
‘মৃত’ রুপে ঘোষিত হবার অপেক্ষায়
ফ্রি হাসপাতালের বেডে।
শাসক দলের প্রমান থেকেও অপ্রমানিত।
নতুনের দুর্বার গতিতে এগানোর,পালটানোর ইঙ্গিতে
আশঙ্কিত শাসকঃ বেপরোয়া, নির্মম।
এই বর্তমান কি থাকবে তার হাতের মুঠোয়?
এই কি রাজনীতি ?
এই কি ক্ষমতার পাগলা ঘোড়া ?
এ কি চিরস্থায়ী ?
না কি সে শাসক কোনোদিন নাম লেখাবে না
লাশের খাতায়?
ধিক এই রাজনীতিকে!!!
ধিক এই রাজনীতির ব্যবসাদারদের !!!