লক্ষ কথায় বোঝাতে না পারা বিষয়
অথবা বিন্দুতে লুকান অতিশয়
কঠিন পথের সহজ বাহন
অথবা তর্কের সাতকাহন,
ইট কাঠের মরুভুমিতে শীতল পরশ
শুষ্ক পৃথিবীকে রাখে সরস
অলক্ষ্যে, প্রতি কোনে কোনে।
দুর্জনেও সে নিজেদের দলে গোনে,
মৃতদেরও ডোবায় সুধা সাগরে
সুদূর শরীর ঝিকিমিকি আলো ভ'রে
সাথে চলে, পৃথিবীর ছন্দে
জীবনের ভাল-মন্দে।
"ত্যাগে আনন্দ" সেই তো শেখায়
"ভোগে সুখ?" সে তো ছায়,
সে মুক্তির হাতছানি শোনার কান।
মন্দ জলে না করালে স্নান
কি করে জানবে কি 'ভাল' ছিল আগে?
বিরক্তি না দিলে কে স্বেচ্ছায় জাগে?