ভালবাসা করে কয়?
এর বহু অর্থ হয়,
কেউ বলে, "ভালবাসা জ্বালা আনে"
আমি বলি, 'এটি সুরকে বাঁধে গানে'
ভালবাসলে, নিখিল হয় রঙিন,
ভালবাসলে, বসন্ত আসে প্রতিদিন,
ভালবাসলে, পাতারা সবুজ বেশি,
ভালবাসলে, সহজ মেলামেশী,
ভালবাসলে, দেহ-মন 'ওজন-কমা'
ভালোবাসলে, শান্তির ঘরে বড় রকমের জমা


ভালবাসা কারে কয়?
যা এলে দূরে ছুট ভয়
নাম নিশানা নেই আসেপাশে
অন্ধজন ও মুক্তো পায় 'সহজ ঘাসে'
চেনাগুলো নতুন অচেনা লাগে
স্বস্তির হাত শিয়র পানে সদা জাগে
'না-থাকার' দেশে প্রাচুের্যর সম্ভার  
একটা জীবনের আর কি দরকার?
ভাবছ, এসব বলছি কেমন করে?
কবিতা, এটুকুই শুধু শিখিয়েছ ক'বছরে।