আঁকব না আর তোমার কোনো ছবি
ভেবেছি বহুবার আঁকতে বসে,
তবু কেন ভুল হয়ে যায় সব-ই
'তুমি' হয়ে যাও তুলির লোম খসে।
কালিগুলি সব বিদ্রোহ করে ওঠে
থামাতে গিয়ে নিজেই নাজেহাল,
এলোমেলো রঙে তোমারি ছবি ফোটে
জানি না, কিসব হচ্ছে আজকাল।
অনেক বছর তুমি বল না কথা
রং তুলিকে ফেলেও দেখেছি আমি,
মরতে মরতে মাথা তোলে সে লতা,
এসব করেও সব হল বোকামি।
যেই জন হৃদে খোদিত রূপে রয়,
সরাতে চায়লে আরো সে কাছে আসে
অস্থি-মজ্জা-শোণিতে মিশে বয়
জব্দ কি সে হয় এ হাতের রাশে?