গতকাল কি যে ভাল লাগল!
কাছে এলে, শিরাগুলি জাগল
                            নীল গ্লাসের জলে।
করালে পান নিজ হাতে,
ঠোঁট ছুঁল জল তোমার কাতে,
                       জীবন সুধা কি একেই বলে!
শরীরে হল ঠেকাঠেকি নির্জন দুপুরে,
অলস, লোভী-বসা, হেলে, একটু ঘুরে,
                          বাম হাত ছোঁয়ালে  মাথায়।
মহালোভ জাগল কাছে রাখতে
আর তোমার আলিঙ্গন মাখতে।
                       কলম যেন খোঁড়া, পরে খাতায়,
বুঝিবা পাপ হল দুপুর বেলায়
কি আশায় মেতেছি এ খেলায়?
                     যদিও জানি, হবে না কোনোভাবে
এ পাপীর ঘরমুখো
আর অস্থায়ী, এ সুখও,
                  বাড়ির খুশিমতো ওপারেই যাবে
এ বাগান থেকে, কিছু সময় পরে,
আমার পাপড়িগুলি খসবে ঝড়ে
                  বন্ধনহীন, অবহেলায়, বা অট্টহাসিতে।
মুখ লুকাতে, বেঁচে স্থির, চুপিসারে
এ জলছবি দুলে চলে, বারেবারে
                    চোখ বুজি, দেখিঃ ঝোলা দেহ ফাঁসিতে,
ভুল কেন হয়ে যায় আমার
মন্ত্র কেন শিখি নি এসব থামার?
                   বেয়ারা পাক ধিক, শতকোটি
কারন খোঁজা হয় নি এতদিনে
বহুবার খোঁচা হল কেন হৃদ, পিনে?
                       বুঝিবা শেষ বাঁচার জো টি।