আসিনু বাপের বাড়ি
স্বামীর আলয় ছাড়ি
        ক'দিনের লাগি দেশে,
ভাবী, প্রতিবেশীগণ
বিষায় বিষাদ মন
        'বর কি তবে বিদেশে?


দিলে না মাটি শ্বশুরে
একবার এসে ঘুরে
         না হয় একটি বেলা!'
কথাহীন, চুপ থাকি
শুধু খোদাকে ডাকি
       রুখো এই অবহেলা।


কতদিন ঢাকা যায়?
যে পাখি উড়েছে হায়!
         খাঁচা কিবা প্রয়োজন?
নকল নবিশি করা
কালে তা পরবে ধরা
          মেকি নিস্প্রয়োজন।


বাপের কাজ মিটিল
গেল চলে যারা ছিল
            আমারো যাওয়া চাই,
বসল সভা বাড়িতে
দাদা, ভাই ও ভাবীতে
       বহু পল বয়ে যায়।


আমি যেন পথ-ধূল
সব অনিষ্ঠের মূল
        জাহান্নমের  পোকা
মানিনি ধর্ম সমাজ
করেছি যত কুকাজ
        স্বামি তাই দিল ধোকা।


আর্মি তে থাকা দাদা
মেজাজটা ছিল জাদা
       ভয়ে কথা তার সাথে
"এখানেই থাক তুই
ভাড়া দিবি ঘর দুই
         খরচ চালাবি তাতে।"