হলুদ কাগজ খানি
মানি ব্যাগ থেকে টানি
    বুলিয়ে চক্ষু রাখি গুঁজে।
একদা উল্টো রথে
কুড়ান যা ধুলি পথে
          পেয়েছিনু অনেকটা খুঁজে।
মোবাইল নম্বর
নিতে করলে সে জোর
        মেলাতে চেনামুখ এড়িয়ে।
নম্বর লেখা শেষে
আগের স্থানেতে এসে
       দেখি, সে চলে গেছে বেরিয়ে।
আমতা আমতা করে
মানি ব্যাগে রাখি ভরে
       ভাঁজে ভাঁজে আজ ছেঁড়া যেটি।
বুঝিবা ঠিকানা পেলে
কল দিত মোর সেলে
         সেল থেকে মুছে যেত সেটি
অনেক বছর পরে
এসেছিল দেশ ঘরে,
       তাই বুঝি ঘুরে গেল মেলা।
আমার জীবনে নদী
হয়ে সে বয়ত যদি
        জল ঢেউ মিলে হত খেলা।
চেনা পরিচয় ছিল
তাই ডাক দিয়েছিল
        এতকাল পরে চেনা মত।
তারও মনে কি তাই
আমাতে যা আসে যায়
       যায় নি চেষ্টা করে শত।
কোনোদিন যদি দেখা
পাই তার সাথে একা
    এ কাগজখানি দেব তাকে
সেটি তাই ধরা থাকে
বহু কাগজের ফাকে
        রুক্ষ আকাশ যাকে আঁকে।


* কবিতার মৌলিক তিনটি ছন্দের মধ্যে এটি “মাত্রাবৃত্ত” ছন্দে লেখার চেষ্টা করলাম।