প্রেম কি?
এ বোঝা সবার অস্থি মজ্জায় থাকে না
প্রেম কি?
যা সাথে থাকলে-
এক মেরু থেকে আরেক মেরুতে
যাবার স্পর্ধা জাগে,
প্রেম কি?
যা শুরু হয় ঘাসে ঢাকা মাঠে হাঁটাহাঁটি থেকে
ক্রমে তা বড়, আরও বড় হয়
যত চলা যায় তত প্রসারিত হতে থাকে সে পথ,
ডানে – বামে-
ক্রমে তা হয়ে দাঁড়ায় পাকাপোক্তা রাজপথ।
সে কাছে থাকুক, বা দূরে, বা বিদায়ী, বা পরপারে
চলার পথটা বড় হতেই থাকে দিন দিন।
খোঁড়া মানুষও সেটার জন্য পাহাড় ডিঙ্গাতে মুখিয়ে থাকে।
দশ দিনের পরিচয়ও-
দশ জন্মের রসদ দিয়ে ঘিরে রাখে জীবনবৃত্ত ।
কাটাছেঁড়া-করা ডাক্তার
দেখাতে পারে শরীরে প্রেমের অবস্থান কেন্দ্র ?
এটা কি কেটে বাদ দেওয়া যায়, বা করা যায় সংযোজন?
কি এর রঙ?
কোন ধরনের মাংসপেশি দিয়ে গড়া সে যন্ত্র ?
নেই উত্তর।
যা ‘রিয়াল’এ নেই
তা ‘ভারচুয়ালি’তে সে সব কিছ ছাপিয়ে যায়।
এ যেন কোটি টাকার বিদ্যুৎ সরঞ্জামযুক্ত ঘরে
স্বল্প মূল্যের ফিউজঃ
এর কেটে যাওয়া মানে
সবকিছু অচল, ডাস্টবিনমুখী,
অথচ, এর সচল মানে সুখ সাগরে ডুব-
প্রেম-
এতে দরকার কমপক্ষে দুই পক্ষ
তবে, বিপরীতদিকের মুখগুলি বিভিন্ন হয়ঃ
স্বাধীনতা, বন্ধন, কাজ, আশপাশ, পরিচিত গলি, অপেক্ষা, চেনা পোশাক, সুগন্ধ
ইত্যাদি প্রেমের মোড়কে ঢুকে থাকে নানাভাবে,
যা টেনে নিয়ে যায় প্রিয়জনের সত্ত্বার দিকে।
প্রেম কি?
যা ক্ষণিকের পাবার আশায়
দশ বছরের অপেক্ষাও হয় মধুময়।
প্রেম কি?
যা এলে আরও ক্ষানিক বাঁচা যায়।
প্রেম কি?
যা এলে ঘুমের ঘাটতি হলেও তরতাজা থাকা যায়।
প্রেম কি?
যা এলে মানুষে আসে কৈ মাছের প্রাণ।
প্রেম কি?
যাতে ডুবলে মৃতেরাও পায় প্রেয়সীর ঘ্রাণ।
প্রেম কি?
এর নানা ...