মুখপুড়ি, তুই সেই কবে থেকে এ মনে আছিস বসে
আমি শুধু খুঁজে গেছি তোকে কত সাল মাস গেছে খসে
রক্তের স্রোত যবে বেশী ছিল সহজ ছিল খোঁজাটা
আগের মতন নেই দেহে বল, মুশকিল আজ  হাঁটা
আজকে যেহেতু দৃষ্টি কমেছে যায় না সে বেশী দূরে
চোখ বুজে তাই দেখি অবসরে আছিস হৃদে তু জুড়ে
বাল্যকালের পুতুল খেলায় যে খেলাটা ভেঙ্গে গেলি
সত্যি করে বল না রে জবা, তাতে কি সুখ তুই পেলি?
তোর বিয়ে হল দূর শহরে ; আমার এক পাড়াগাঁয়ে,
ঠেলেছিনু বহু দিন, শেষে বাধ সেধেছিল বাপে মায়ে,
আমি তো ছেলে ঘুরি হেথা হোথা, রাখি হাটবাজারে চোখ,
নীরব ভাষায় বলি মনে মনে  'তোর সাথে দেখা হোক'
আমাদের কালে যে খেলাগুলি খেলেছিলাম যেই মাঠে
স্কুল যেতে গিয়ে নাতি-নাতনিরা আজ সেই পথে  হাটে
জানি না কেন যে, কি সুখের খোঁজে,  আজো তোর দেখি পথ
কিছু দেখা, কিছু কথা বলা হলে হব কি আমি অসৎ?