যখন মেঘ দেখি আকাশে,
কল্পনা মোর ছুটতে থাকে
                    ভীষণ ঊর্ধ্বশ্বাসে,
আজ আনমনায় হয়ত ব’সে
                 রঙচটা কোন ঘাসে।
  


                  যখন ঢেউ ওঠে নদীতে,  
আজি এ বিকেলে ভালো কি বলবে
                  যদি যাই কিছু গড়তে ?
পুরনো বীণার ধুলো ঝেড়ে নিয়ে
                  যদি চাই কিছু গাইতে ?
          


               যখন ঝড় দেখি আমাতে
নির্মমভাবে ভেঙে চুরে গেছে
               যখনই গিয়েছি থামাতে,
‘প্রশ্ন’ কখন উত্তর হল
               থামেনি কারোর মানাতে।
      


           যখন সবুজ দেখি দুপাশে
নুতন তোমার আগমনী ধ্বনি
          খুঁজে পাই আমি বাতাসে,
সব জেনেও ফেলে কি যাবে
       সাঁঝের এই খোলা আকাশে ?