“শুনছেন দাদা, এ বাছুর খানা কোথা থেকে কিনেছেন?
মোটের উপর কেনাকিনি নিয়ে কত টাকা দিয়েছেন?”
‘পকেট খরচ, বাছুরের দাম, হবে প্রায় ছ’হাজার
তার মাঝে ঢুকে আছে শ’ তিনের কাঁচা সব্জি বাজার,
ছাগলের দাম আকাশ ছুঁয়েছে গরু তো অনেক বেশী,
কি আর বলব, শুধু কি জার্সি, আধমরা বা বিদেশী।’
এসব বলার চালেই রাখাল চলছিল পথ জোরে
এমন সময় প্রশ্নকর্তা মুখ থেকে কথা ছোঁরে,
“জাতটা গোরুর দেখছি তো ভাল, মানুষ হবে সহজে।”
রাখাল সহসা থামে পথ মাঝে, কি জানি, সে কি বোঝে,
‘দোহাই দাদারা, দোয়া দিতে হলে, দেন্‌ না দোয়া অন্য,
এই দোয়াখানি নিতে পারব না, এ যে বড় জঘন্য।
গরুটা মানুষ যদি হয় তবে থাকবার  ঘর চায়,
ছোট চাষি আমি, ঘর-দোর কম, রাখব তাকে কোথায় ?
মানুষের কত ফাইফরমাশঃ প্যান্ট, জামা, লেখাপড়া
জ্বর জ্বালা হলে ভোরবেলা নাম লেখা লেখি চায় করা।
কত বিচিত্র জ্বালা আছে ভাই, বুঝবে কথা কে আর!
ছেলে হলে এক, মেয়ে হলে লাগে অধিক বেশী কেয়ারঃ
চোখে চোখে রাখো, এদিকে ওদিকে, বাড়িও কি নিরাপদ?
কবে যে কোথায়, ওত পেতে থাকে, কত রকম বিপদ!
আর ছেলে হলে? চাকরি বাকরি, না হলে খাও গাল।
বাপের ছেলেটা শ্বশুরের হবে, বাপের উঠবে ছাল,
তাই বলি দাদা, গরু থাক গরু, মানুষ হয়ে কি কাজ?
গরু দেখাশোনা করব জীবনে, নয় তাতে খুব লাজ।’


আর একবার পড়ুন-
এক প্রশ্নকর্তার উক্তিঃ Double quotation quotation [ “ ” ]
এক রাখালের উক্তিঃ Single quotation [ ‘  ’ ]