লোলুপ ঠোঁট দাপিয়ে চলেছে বাতাস।
বিপরীতে-
চলমান ভাঁড়গুলিতে জমে রসদ তিলে তিলে
বাড়ির ছত্রছায়ায়,
ক্রমশ তারা ছোট থেকে হয় বড়ঃ
দোকানে যায়, স্কুল-কলেজে যায়।
ভেতরে ভেতরে লালা ঝরে ঠোঁটগুলি থেকে,
বেপরোয়া হয় দিনেও- বর্মের আড়ালে আবডালে।
অসাবধান হলেই ভাঁড়ের রসদ ছিনিয়ে নেয়
আনাচে কানাচে লুকানো ঠোঁটগুলি,
তারপরে, ফেলে যায় তাকে পথে।
রুপ-রস-গন্ধ-বিহীন ফুল হয়ে যায় ভাঁড়গুলি।
গ্রাম শহরে এ ঠোঁটগুলি ক্রমশ বাড়ছে
কি নগ্ন রুপ আধুনিক সভ্যতার !!!!!