ভোজের সভাতে হাজির হওয়া আজকাল বড় দায়
জুতসই কিছু না কেনা  হলে কি সে বাড়ি যাওয়া যায়?
কাঁসা পেতলের দাম চড়া বেশ সোনা হীরে হাতছাড়া,
তাছাড়া নিজের লোক কি দিয়েছে, জানবে দুদিনে পাড়া
গিফট্‌ হাতে নিয়ে ভোজবাড়ি যেতে ভয় নিয়ে থাকি চোখে,
হয়ত ‘কি আছে’ জানতে কখনো শুধায় যদি বা লোকে
দেওয়ার আগে হাতের প্যাকেট বোমার মত সমান
ফাটবার ভয় , লোকে দেখে নিলে, দ্রুত দিলে বাঁচে জান,
দু’তিন শোতেও কেনা হলে কিছু গিন্নীর মনে দুখ,
মুখ চুপ থাকে, তবু বোঝা যায় দেখলে ফ্যাকশা মুখ,
দেড়শ দুশোয় আজকাল বেশ ডাইনিং সেট মেলে
স্বল্প খরচে মিটে যায় বলে স্বামী- মুখে হাসি খেলে
স্বীকার করেনা অথচ এপথে নামীদামীরাও হাঁটে
পরিচয়খানি আড়ালে রাখতে নাম তাতে নাহি সাঁটে।
রঙিন কাগজে ঢাউস প্যাকেটে গিফট্‌ আসা যাওয়া করে
কি আছে ভেতরে জানছে দুজন যে ধরায় ও যে ধরে।
অনেকে আবার খোলেনা প্যাকেট, দেখে শুধু মৃদু হাসে,
কারন? এ গিফট্‌ সে দিয়েছিল, কারো বাড়ি গত মাসে
বেঁচে থাকো বাবা, ডাইনিং সেট, ঘুরো তুমি বাড়ি বাড়ি,
তুমি না থাকলে, ভোজবাড়ি যেতে, স্ত্রীর মুখ হত হাঁড়ি।