(1)
Bush ছেড়ে Bus এ চড়েন
এক বাবুয়ান Fox,
গলায় তার Topaz মালা
হাতে গয়নার Box ,
Torch টি তার বাম পকেটে
ডানটিতে এক Mango ,
Grass দিয়ে তার সাজানো টুপি
এগুলি নয় গো ব্যাঙ্গ ,
বনের ল্যাঠা চুকিয়ে তিনি
আজকে যাবেন বিদেশ,
এমন Noun Plural করো
লাগিয়ে দিয়ে ‘ES’ ।


(2)
Leaf  আঁকা এক Knife নিলেন
Wife এর সুটকেসে,
Calf এর জন্য Half Loaf-টি        
পুরলেন অবশেষে,
Life এ তিনি বসেননি কো
Thief এর বাড়ি গিয়ে,
‘F’ আর ‘Fe’ (এফ-ই) বদলে দিও
শুধু Ves (ভি-ই-এস) দিয়ে ।


(3)
Boy কে তিনি ‘S’ লাগিয়ে
Plural করেন, ‘Why’?
Baby তবে কিসের জন্য
‘Ies’ হল ‘Y’ ?
‘Vowel আছে ‘y’ এর আগে
তাই এখানে ‘s’,
দ্বিতীয়টিতে নেই তা বলে
Y হল ies ।’


(4)
নতুন দেশে এসে শেষে
Piano তোলেন শেয়াল,
Radio বুকে, Cuckoo খাঁচায়
রেখে ধরেন খেয়াল।
Bamboo দিয়ে ঘর গড়লেন
নেই সে ঘরে Roof,
নিজেকে একটি নতুন Chief
করতে লাগলেন Proof.  
Safe এ রাখেন Handkerchief
যেন এক Curio,
এসব শব্দ Plural করতে
শুধু ‘S’টি দিয়ো।


ব্যাখ্যাঃ
(1) যেসব Noun এর শেষে sh, s, x, z, ch(চ), o, ss থাকে সেসব Noun Plural করবে ‘Es’ যোগ করে .
(2) যেসব Noun এর শেষে ‘Fe’ এবং ‘F’ থাকে সেসব Noun Plural করবে ‘Fe’ এবং ‘F’ এর বদলে ‘Ves’ বসাবে।
(3) y আগে Vowel থাকলে ‘s’ লাগিয়ে plural করতে হবে। 'y' এর আগে consonant থাকলে Y এর বদলে “Ves” হবে।
(4) কিছু ব্যতিক্রমী শব্দ আছে যেগুলিতে সাধারন ‘Es’ বা ‘Ves’ হবার সুত্র খাটে না।
* এটি NUMBER CHANGE শেখার প্রাথমিক ধারনা, আরও শুদ্ধ ভাবে শিখতে হলে ইংরেজি ব্যাকরণ বই অনুসরণ করো।