মহাকাল--
মোটা দাগের পাশে
সমান্তরাল সরু দাগের মত বয়ে চলেঃ
মানুষের জীবন, কর্মধারা, লাভ-ক্ষতি, হাসি বেদনা,
ঘূর্ণায়মান আবর্তে
পাক খেতে খেতে সমস্ত জীব জগত-
মজুত থেকে ক্ষয়, ক্ষয় থেকে লয়...
চলতে থাকে।
বিশালায়তন আধারে
চাল ডালের হিসাব ধরা পরে না,
যোগ বিয়োগ ধরা পরে না
রেল গাড়ি যেমন-
চলার পথে
কত লক্ষ কোটি ঘাসপাতাকে দোলা দিতে দিতে এগিয়ে চলে,
ঘাসপাতা লক্ষ্য করে তার সামান্যতম নড়নচড়ন
কিন্তু তা রেলগাড়ির অগোচরে থেকে যায়।
তেমনই মহাকাল,
সে তো মানুষকেই তুচ্ছ জ্ঞান করে,
তো মনের অসুখের কি মুল্য দেবে সে?
কত আদরের মুহূর্তগুলো
মহাকালের খাতায় এসে
মরুভূমি হয়ে যায়,
আমরা তো চাই
আমার মাথার উপর আংশিক আকাশ থাক-
শুধুমাত্র আমারই।
তাতে মহাকাল কি অট্টহাসি হাসে না?