উদ্দীপকগুলি -
চাবির   গোছা।
মনের গহিনে তারা তালা খুলে চলে সমাজবাসীদের।
দাপুট   যেখানে অপারগ, জীবনভোর,
সেখানে তালাটি
খুলে যায় ক্ষণিকের দু চারটি কথাতেই।
মন মাঝে  থাকে সরু সরু সীমা রেখার
অসংখ্য কুটুরি,
প্রতিটি কুটুরির জন্য আলাদা চাবি,
তাতেই বাজী মাত,
প্রতিটি তালাই প্রথমে বিরুদ্ধ হয়
তারপর
সে হয় বাধ্য, চাবিতে,
চাবিরুপী কথাতে।
বাস্তবীরা তালার নিয়ন্ত্রন দেয় না অন্য কারোর হাতে
তাই, চাবি খোয়া গেলে খুব তাড়াতাড়ি হাজির করায় একটা নকল ,
আর ভাবুকেরা তালার চাবি খোয়া গেলে খোলাই পরে থাকে তার দেরাজ
ইচ্ছামত বিনা বাধায় আসা যাওয়া করে চলমান বিন্দুগুলিঃ বন্ধু বেশে, আত্মীয় বেশে
অনেকেই চালায় লুটতরাজ,
আবার কেউ কেউ
ঝড়ে উড়ে আসা কচি পাতার মত
সারাবার মলম লাগায় তাতে, ভালবেসে, ন্যায় দিতে।
চাবিহীন ভাবুক তালারা সময়ের পায়ে পায়ে ক্ষয়ে ক্ষয়ে যায়,
বাস্তবিরা তখন গগনচুম্বী ইমারতে
সুখের পশরা সাজিয়ে ভোগে ব্যাস্ত।
কে সময় নিয়ে দেখতে আসে
তালা খোলা মনের দেরাজে,
যার চাবি অনেক আগেই গেছে হারিয়ে।