গরীবের হক মারতে শানায় বুদ্ধি চালাক যারা
গরীব নামের ফায়দাটা নেয় নেতা মন্ত্রী আমলারা
শাসক দলের শাসন নীতির দেহ ঘেঁসে যারা চলে
তারা পেয়ে যায় সস্তার চাল আর ত্রিপল, কৌশলে
কত মতলবি সুবিধা জোটায় সাধারণের নামে যা রয়
নানাভাবে আসা গরীবের টাকা লুটে দেশ করে ক্ষয়
একশ দিনের কাজের মজুরী তাতেও বিবিধ গরমিল
গরীব, সে বুঝি, মরা-পচা লাশ, সুবিধাবাদীরা চিল
‘গরীব নামেরা’ দমে যায় ভয়ে মানুষ –হায়নাদের
শুকনো চোখের মাঝে ব্যাথা জমে নীরব আর্তনাদের
আঁতাত বেঁধেছে রেশন দোকানী, নেই তেল চিনি চাল
অথচ দাপুটে মুখগুলি পায় নিয়মিত সব মাল
‘ভোটকালে প্রার্থী, হাত জোর করে আসবে যখন ঘরে
সব প্রতিবাদ করব সেদিন , দেখি শালারা কি করে?’
যেই ভোট আসে সকল ভাবনা ধোঁয়াশা হয়ে সরে
‘কি জানি কি হবে, প্রতিবাদ হলে, আছে মেয়েটা তাছাড়া
সকাল সন্ধ্যা টিউশনি নিতে যায় এপাড়া ওপাড়া,
চাষের জমিতে আউশ বুনেছি মোটামোটি ধান পাকা’
এসব ভেবেই গরীবের সব ‘প্রতিবাদী ঘর’ ফাঁকা।