তোমার কাছে থাকতে দাও আমায়
মানুষ হিসাবে নাইবা গেলাম রয়ে,
শিশিরবিন্দু হয়ে রাখো ঘাস বাগিচায়
বা তোমার গানে থাকি ছোট সুর হয়ে।


জীবন নদে হতে দাও তুমি
একখানি ছোট্ট  ঢেউ
বা কনামাত্র স্থান দিও রথখানে
যাতে বহে চলেছ ব্রহ্মান্ডকেউ।


করো যদি প্রভু পুস্প সুগন্ধি
হোক কম, তবু নয় সেটা খুব ম্লান,
বরং যারা ঘরের সুখে বন্দী
পাই না আমি তাতে অনন্তের টান।


প্রভু, নাম নিয়ে কি আসে যায়?
তুমি তো পরম শক্তির আধার
তব ডোরে আমরা সকলে বাঁধা তাই
তোমার করুনা ধারায়  নিষ্ঠুরও হয় পাড়।