আত্মীয়, বন্ধু কিমবা শত্রু নিয়ে
যেমন মোরা ভ্রমণ করি গাড়িতে,
তেমনভাবে কাল কাটাতে গিয়ে
কেউ দূরে যায়, কেউ রয় সারিতে।


তিনি বেঁধে দেন সময়ের প্রতি ক্ষণ
কারো খুব কম কারো কিছু অধিক,
ভালোয় মন্দে মেশা মোদের জীবন
একটাকে ভুল কেউ বলে, কেউ ঠিক।


চোখের পলকে চেনাজানা কেউ গেলে
মনের মাঝে তা নিয়ে আসে শূন্যতা,
খুশির বার্তা পাই নব কেউ এলে,
আবার ফেরে পুরনোর ব্যাস্ততা।


থমকে থাকি চৌকাঠে কিছু পল,
আর মন থাকে দুঃখে আবেশিত,
তার ছন্দ ভাঙতে পাইনা বল,
কারন, মোরা সব হব নির্বাসিত।