আজকাল জানি না কোন কারনে, মম
যাপিত কাল বিঁধিতেছে কন্টকসম।
আলস্যভারে খসা পথচলাগুলি
অন্তরাত্মায় করিতেছে ঝুলাঝুলি,
আহ্বানে মোরে, উতলা করিয়া যায়
ক্লান্ত বিহঙ্গ যেথা ফিরিছে কুলায়,
অতিবাহিত পলে শালবন, অপরাহ্ণ বেলায়
যে ক্ষণ মিলিয়াছে  না-ধরা হেলায়,
কেন সে ক্ষণ লাগি হৃদ তোলপাড়?
'জীবন তাগিদে বাঁধা ' কে ভাবে কাহার?
চেনা মুখ, সখা-সখি, সখ্যতা, অনুভব
কালের গর্ভে তলাইয়াছে সে সকল স্তব।
কোথায় হারায়েছে কোন কাল, অবসরে?
আজ তাহারি তলে মণি মুক্তা ঝরে!
তাহার লাগি ফের পিছেতে ঠেলা?
অজ্ঞকালে সোনা ঝরায় অজ্ঞতার খেলা,
তেমন চপলমতি, তেমন বাঁধনহারা হাসি
কভু কি ফিরিয়া আসে, যতেক তাহা ভালবাসি?