হাসির ফোয়ারা উঠুক দিনে রাতে
এমন তোমার কাটুক মাস ও সাল,
হাসির ফোয়ারা উঠুক দিনে রাতে
এমন তোমার কাটুক মাস ও সাল,
জেনেছি বলে নিজেকে লুকিয়ে চলি
তোমার পথে এলে যদি কাটে তাল।


দিয়েছ যা, তা সোনারেখা বলি আমি
শুনেছি কিছু লোকে দাগ বলে তাকে,
দিয়েছ যা, তা সোনারেখা বলি আমি
শুনেছি কিছু লোকে দাগ বলে তাকে,
হাজার জন্ম পাই যদি বিধি বরে
প্রতি জন্মে দিয়ো তাই লাখে লাখে।


তোমার ঘরে প্রতি কোনা হোক আলো
সুবিধাবাদীরা মিছা বলে বহু আশে,
তোমার ঘরে প্রতি কোনা হোক আলো
সুবিধাবাদীরা মিছা বলে বহু আশে,
সুবিধা কি আর চাইব মিছা বলে
মিশতে দিয়ো তব নাম মোর শ্বাসে।