বাবা, আমি যাব না আর শিখতে লেখাপড়া
যা কিনা আজকে জীবন্ত নয়, পচামরা
এম এ পাশ দিয়ে ফিরেছে তোমার বড় ছেলে,
ধুঁকছে সে ঘরে, বাঁচত যেকোনো কাজ পেলে
ডি এড, বি এড পড়া? লাগবে কড়ি লাখ,
গরীবের সাধ ক্ষুধার জ্বালাতে পুড়ে খাক
টাকার অভাবে সারেনি মায়ের ব্যাধি দেহ,
কত লোক বললে, কোন বিবেক দেখাল কেহ?
নীতি আদর্শ এসব এখন পোকাধরা,
তারা হাতে গোনা দুই চার হবে শতকরা
আজকের দিন ন্যায়নীতি হীন রাজপথ
অন্যায়ভাবে মারা পড়ে সেথা, যারা সৎ
সৎ থাকা মানে লাশ দেহ নিয়ে দিন কাটা।
একটু অসৎ হলে তুমি পাবে শিরোপাটা
সৎ-বিষ ফোঁটা পান করা মানে নিজ হাতে
ঘরকে পুড়িয়ে তুমি বাঁচো সত্যের সাথে
আধা শিক্ষিত ছিল যারা আর লাখপতি
সতের শিক্ষা নিল যারা তারা ভোগে অতি
ন্যায় পেতে যারা বিচারালয়ের পথ খোঁজে
বেচারারা শুধু আশা করে করে চোখ বোঁজে
এমন আইন এমন পুলিশ যেই দেশে
আশা কর বাবা ন্যায় পাবে তুমি দিন শেষে।