কবিতা ঘেঁসা হতে পারে কথাগুলি
কবিতা কিন্তু নয় এগুলি মোটে,
কবিতা ঘেঁসা হতে পারে কথাগুলি
কবিতা কিন্তু নয় এগুলি মোটে,
বীজ ছড়াচ্ছি তোমাদের মাথা দিয়ে
যদি তা কখনো ফুল হয়ে ফুটে ওঠে।


সে ফুল সুবাস ছরালে বাতায়নে
যদি কখনো আনমনা হও তুমি,
সে ফুল সুবাস ছরালে বাতায়নে
যদি কখনো আনমনা হও তুমি,
একটু কষ্ট করে দেখে যেও সেথা
কোন সে ফুল যা জন্মিছে মরুভূমি।


মরু নয় যা তোমার বিহনে হল
বুঝি নি আগে ভাল ছিল কিনা আরো,
মরু নয় যা তোমার বিহনে হল
বুঝি নি আগে ভাল ছিল কিনা আরো,
তুমি শুধু এক মাপকাঠি হয়ে এলে
আগ না দেখে দোষ দেওয়া যায় কারো?