'ভাববো না আর' ভেবেছিনু বহু আগে
সেকালের সেই ধারণাটা ছিল ভুল,
'ভাববো না আর' ভেবেছিনু বহু আগে
সেকালের সেই ধারণাটা ছিল ভুল,
ভুলবার পথে যখনি চলতে গেছি
সামনে এসে বাঁধিয়েছ হুলুস্থুল।


গাঁটছড়া বাঁধা হয়ে পাশে তুমি আছ
পূর্বের চেয়ে ভাল আছি তাতে বেশি,
গাঁটছড়া বাঁধা হয়ে পাশে তুমি আছ
পূর্বের চেয়ে ভাল আছি তাতে বেশি,
দেখা নেই, নেই কথা, হাঁটা ভয়ে ভয়ে
তাই তো বেশি নিরাপদ এ মেলামেশী।


তোমাকে বলার কথা ছিল মনে কত
ভুলে যাব বলে লেখা আছে এক স্থানে,
তোমাকে বলার কথা ছিল মনে কত
ভুলে যাব বলে লেখা আছে এক স্থানে,
ঠিকানাটা তার জানতে চাও কি  তুমি?
নতুন জীবনে দেখা কোরো এইখানে।