সেকাল


স্কুল যদি তুই না যাস আজকে মারব ভীষন কোষে
কোন সে লাভ পাস তোরা সব  বেকার বাড়িতে বসে?
আমাদের কালে স্যার বকতেন পথে ঘাটে দেখা হলে
পড়া না হলে হাফ-চেয়ার, ছাড়াও বিছুটি দিত ডলে
তোরা তো দেখছি দিনকে দিন করছিস শুধু কামাই
অবাক লাগে, কিভাবে তাঁরা গাধা থেকে মানুষ বানায়?
কার কটা ঘরে মাস্টার ছিল আমাদের কালে আগে?
তোদের কালে যত বই তার চে বেশি টিউশন লাগে,


একাল


তোমাদের কালে আমাদের কালে ব্যাবধান বহু, বাবা
আসল ব্যাপার জানলে তোমরা হতবাক হয়ে যাবা
প্যক্টিক্যালের  নম্বর থাকে স্কুল স্যারেদের হাতে
তাদের টিউশনিতে না থাকলে লড়াই বাধবে তাতে,
এছারা আরো টুকটাক আছে নোট দেয়া-নেয়া পালা
কোনোভাবে কোন দিন মিশ হলে নোট পেতে হবে জ্বালা
(চলবে)