মৃত্যু-
লুকোচুরি খেলে যায়
ছোট-বড় স্বপ্নের আড়ালে,
বিভৎসতা-
যতটা সম্ভব লুকিয়েই রাখে সে।
খুব পাতলা পর্দার পিছনে
সে সদা জাগ্রত।
মৃত্যু সাগরে ডুবে থাকা
এঁচানো পেঁচানো পাইপের মধ্যে দিয়ে
চলছি -
সবাই-মিছিলের মত;
পাইপের গায়ে চোখ রাখতেই
দেখা যায়-
কিলবিলানো মৃত্যুর: হিসহিস! ফোঁসফাঁস!
পাইপ ফাটিয়ে সে
ছিনিয়ে নেয়
অতর্কিতে।