ভেবেছিলাম
আমার সূর্যটা সবচেয়ে বেশি তেজে
ফেটে পড়বে:
আয়ু বাড়াবে গাছগুলির;
সৃষ্টির উন্মাদনা ঘুম কেড়েছিল
মাঝরাতের-
বুকে ঢিপঢিপ নিয়ে
যখন পা রাখলাম আকাশে,
দেখলাম:
অগুনতি সূর্য ইতিমধ্যে হাজির;
সূর্যমুখীগুলি
মোটামোটিভাবে স্থির
তাদের প্রিয় সূর্যর দিকে চেয়ে;
মনমরার জলে নৈরাশ্যের বুদবুদে ঘেরা
আমার সূর্য।
দিনশেষে দেখি-
দু'একটা ফুল আমার দিকে
মুখ ঘোরানোর মত ভঙ্গিমায়,
নড়াচড়া।
বৃথা হল-
হৃদয় নিংড়ান রসে
সূর্য গড়ার চেষ্টা।